আশাশুনি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে:জেলা প্রশাসক
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের মাধ্যমে সাতক্ষীরা জেলায় এবারের জাতীয় সংসদ নির্বাচন মডেল নির্বাচন হিসাবে পরিচিত হবে। সকল ভোটার, ভোট গ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তাসহ সকলকে নিñিদ্র নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা প্রদান করে তিনি বলেন, নির্বাচনের আগে থেকে নির্বাচনের পরেও পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনা বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাযথ দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার সকালে আশাশুনিতে নির্বাচনের দায়িত্ব প্রাপ্তদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি উপরোক্ত কথা বলেন।
আশাশুনি সরকারি কলেজ হল রুমে উপজেলার ৮৫টি ভোট কেন্দ্র ও ৪১৬টি বুথে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করেন, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সকল প্রকার বিতর্কের ঊর্ধ্বে থেকে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। আপনাদেরকে নির্ভয়ে দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা যাতে ভয়ভীতি ছাড়াই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে ব্যাপারে সতর্কতার সাথে কাজ করতে হবে। কেউ ভোট শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেননা। পুলিশসহ আইন শৃংখলার দায়িত্বে থাকা সকলকে সার্বক্ষণিক ভাবে কাজে লাগিয়ে শংকা মুক্ত পরিবেশ তৈরি করা হবে। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আলি, মেজর মাহবুব, আনসার ভিডিপি এ্যাডজুট্যান্ট আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথসহ জেলা প্রশাসন ও পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।