আশাশুনির বিভিন্ন স্থানে আওয়ামীলীগ প্রার্থী রুহুল হকের নির্বাচনী জন সভা
জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির নির্বাচনী জন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত এ জনসভা অনুষ্ঠিত হয়।
প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জন সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। বিকালে আনুলিয়া ইউনিয়নের বাসুদেবপুর পুজা মন্ডপ মাঠে, পরে উত্তর একসরা ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে এবং সন্ধ্যায় কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক ৩টি জন সভা অনুষ্ঠিত হয়। হাজার হাজার নারী পুরুষের অংশ গ্রহণে জন সভায় সভাপতিত্ব করেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি আলমগীর আলম লিটন। জন সভা গুলোতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টু, সাবেক সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমান, আইসিটি ইঞ্জিঃ জিয়াউল হক সুমন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতা ডাঃ কাজল কুমার কর্মকার, ডাঃ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম, সাবেক চেয়ারম্যান নুরুল আলম প্রমুখ। সাংবাদিক অসীম বরন চক্রবর্তীর সঞ্চালনায় জন সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শ্রীউলা ইউনিয়ন আ’লীগ সভাপতি নূর মোহাম্মদ সরদার, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, ঢালী মোঃ সামছুল আলম, এস এম হুমায়ন কবির সুমন, সীমা সিদ্দিক, তহমিনা রহিম, এমপি এ্যাম্বাসেডর তৌসিকে কাইফু, আব্দুল্লাহেল বাকী বাচ্চু, রিয়াছাত আলি মামুন, কামরুজ্জামান কাজল, আঃ সামাদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, উপজেলা দলিল লেখক সমিতি নেতবৃন্দসহ স্থানীয় আ’লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা যুব আওয়ামী মহিলালীগে এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে আ’লীগে যোগদান করেন।