সেই দেবরকেই বিয়ে করলেন ঝিলিকের মা!
পশ্চিম বঙ্গের জনপ্রিয় টিভি চ্যানেল স্টার জলসার এক সময়ের সিরিয়াল ‘মা’। এই সিরিয়ালটি শুধু ওপার বাংলাতেই নয়, এপার বাংলার দর্শকদের মাঝেও বেশ সাড়া ফেলেছিল।
এই নাটকে ঝিলিকের মায়ের চরিত্রে অভিনয় করেন মহুয়া হাওলাদার। আর এই সিরিয়ালে ঝিলিকের কাকার চরিত্রে অভিনয় করেন অরিত্র দত্ত। সিরিয়ালটিতে তারা ছিলেন দেবর-ভাবি। এবার বাস্তবেই বিয়ে করলেন এই দেবর-ভাবি।
টালিগঞ্জে এই দুজনের সম্পর্ক নিয়ে বেশ আগে থেকেই গুঞ্জন ছিল। টিভি সিরিয়ালের পাশাপাশি এ দুজনকে বিভিন্ন সময় মঞ্চেও নিয়মিত অভিনয় করতে দেখা গেছে। মঞ্চের ফোর্থ বেল দলের ‘ছাড়পত্র’ নাটকে তারা একসঙ্গে অভিনয় করেছেন। মঞ্চে তাদের খুব জনপ্রিয় নাটক ‘পিএস ভালোবাসা’।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে জানা যায়, মহুয়া হালদার ও অরিত্র দত্তের বিয়ে আর রিসেপশনে কলকাতার বাংলা সিরিয়ালের অনেক তারকাই উপস্থিত ছিলেন।
এদিকে নিজেদের বিয়ের ছবি সোস্যাল মিডিয়া শেয়ার করেছেন নবদম্পতি। সেখানেও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-অনুরাগীদের পাশাপাশি টলি ইন্ড্রাস্টির অনেকেই।