সনাতন ধর্মাবলম্বীদের সাথে এমপি রবির মতবিনিময়
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে জেলা মন্দির সমিতি ও প্রগতি এস.আর.সি.সি লিমিটেডের যৌথ আয়োজনে জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য উন্নয়নের রূপকার গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘বাংলাদেশ আওয়ামীলীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ তাদের স্ব-স্ব ধর্মের আচার অনুষ্ঠান সুষ্ঠভাবে পালন করতে পারে। সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশানুযায়ী উন্নয়ন করবো ইনশাল্লাহ। সমৃদ্ধি ও অগ্রযাত্রার পথে এবং মানুষের ভাগ্যোন্নয়নে আবারও নৌকায় ভোট দিন।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, জেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, গোষ্ট বিহারী মন্ডল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, প্রগতি এস.আর.সি.সি লিমিটেডের নির্বাহী পরিচালক প্রাণ নাথ দাস, জেলা শ্রমিক লীগের সহসভাপতি বিকাশ দাস, জেলা মন্দির সমিতির নিত্যানন্দ আমিন, ওয়াসিম কুমার সোনা, সন্দীপ ব্যাণার্জী প্রমুখ। এসময় জেলা মন্দির সমিতি ও প্রগতি এস.আর.সি.সি লিমিটেডের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।