শ্যামনগর কাশিমাড়ীতে নৌকার প্রচারণায় শ্যামনগর চেয়ারম্যান অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ
আগামী ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ (মহাজোট) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এসএম জগলুল হায়দারের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (ইউপি) অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বুধবার বিকাল ৩টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের আয়োজনে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা সভায় সভাপতিত্ব করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, শ্যামনগর উপজেলা ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড জহুরুল হায়দার বাবু। এসময় প্রধান অতিথি বক্তব্যে বর্তমান সরকারের সফলতা ও উন্নয়ন তুলে ধরে “উন্নয়নের মার্কা” নৌকা প্রতীকে উপস্থিত সকলের নিকট ভোট প্রার্থনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এ্যাড আতাউর রহমান, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড শোকর আলী, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ্ বাবু, নুরনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মীর আলী, মুন্সিগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা সাঈদ সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর বিকাল সাড়ে ৪টায় কাশিমাড়ী নতুন বাজার ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে নৌকা প্রতীকের আরও একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় যুব সংহতি কাশিমাড়ী ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক আজগর আলী উপস্থিত নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে নৌকা প্রতীকে সমর্থন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড জহুরুল হায়দার বাবু, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী, সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সানাউল্লাহ সরদার, মুক্তিযোদ্ধাবৃন্দ সহ আওয়ামীলীগ ও এর অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।