শ্যামনগরে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের কাঁকড়া চাষ খামার পরিদর্শন
স্যুইস এজেন্সি ফর ডেভেলপম্যান্ট এন্ড কো-অপারেশন-এসডিসি এর অর্থায়নে, কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায়, ঢাকা আহ্ছানিয়া মিশন-এর আয়োজনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ এবং শ্যামনগরে এসডিসি সমষ্টি প্রকল্প বাস্তবায়ন করছে। শ্যামনগরে সমষ্টি প্রকল্পের কাঁকড়া চাষে জড়িত কৃষকদের কাঁকড়ার হ্যাঁচারীর রেণু পোনা এবং প্রাকৃতিক রেণু পোনা কাঁকড়া চাষ গবেষণা ও প্রদর্শনী খামার কার্যক্রম আজ ১৯ ডিসেম্বর স্যুইজারল্যান্ডের রাষ্ট্রদূত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী উত্তর পাড়া গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী উত্তর পাড়া কাঁকড়া মোটাতাজাকরন দলের সদস্য, কাঁকড়া নার্সারী, আড়ৎদার, পাইকার, স্থানীয় সেবাদানকারী ও নদী থেকে কাঁকড়া আহরনকারীদের সাথে মতবিনিময় করেন। এই পরিদর্শন টিমের সদস্য ছিলেন- স্যুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ. ই. মিঃ রেনে হোলেন্সটিয়ান, তাঁর পত্মী মিসেস কোরনেলিয়া হোলেন্সটিয়া, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি মিঃ প্রবোদ দেব কোটা, এ্যাসিসট্যান্ট কান্ট্রি ডিরেক্টর, মিঃ গিয়াস উদ্দিন তালুকদার, সিনিয়র টিমলিডার- সমষ্টি প্রকল্প, মিঃ সদরুজ্জামান-তামাম, মার্কেট ডেভোলোপ মেন্ট স্পেশিয়া লিষ্ট, সাজেদা ইয়াছমিন-রিজ্যিওনাল প্রোগ্রাম ম্যানেজার, খুলনা, মোঃ আলমগীর হোসেন-ম্যানেজার সাপোর্ট সার্ভিস, খুলনা, ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধি মোঃ আছাদুজ্জামান এবং নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মোঃ লুৎফর রহমান সহ অন্যান্য ব্যক্তিবর্গ পরিদর্শক দলের সাথে উপস্থিত ছিলেন।