শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে দুদকের মতবিনিময়
শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে খুলনা বিভাগীয় দুদকের সাথে আজ বুধবার সকালে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা খুলনার উপ-পরিচালক মোহাঃ আবুল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ,অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, অধ্যাপক দেবপ্রসাদ মন্ডল, সহ-অধ্যাপক ডালিয়া পারভীন, সেহেলী পারভীন ঝর্ণা প্রমুখ।