নৌকায় ভোট চেয়ে ব্যাংদহায় পথসভা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ব্যাংদহা বাজার চান্নিতে৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. শেখ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, যুগ্ম-সম্পাদক মহাদেব কুমার ঘোষ, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ ফারুক হোসেন, সদস্য শেখ রমিমুল ইসলাম, শেখ আতাউর রহমান, জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শেখ আফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম হোসেন লাভলু, সাধারণ সম্পাদক শেখ মিয়ারাজ হোসেন শুভ, ২নং ওয়ার্ড ছাত্রলীগের আলামিন হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু।