কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ২৫
কালিগঞ্জ সার্কেল মোঃ জামিরুল ইসলাম এর তত্ত্বাবধানে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় থানা এলাকায় পুলিশের মহড়া, মাদক বিরোধী বিশেষ অভিযান ও ডিউটি পরিচালনাকালে কালিগঞ্জ থানা এলাকা হতে কালিগঞ্জ থানার বিভিন্ন মামলার আসামী ভাড়াশিমলা ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক(৬৩), মোতলা শিমু রেজা কলেজের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম(৩৭), মোঃ সেলিম হোসেন(৪০), মোঃ ইদ্রিস আলী(৬৫),, মোঃ শামসুর রহমান(৩৮), মোঃ আনোয়ার হোসেন(৪৫), ফরিদ হোসেন(৩৮), মোঃ নিয়ামত বিশ্বাস(৬৫), মোঃ ছাকির আলী(৪২), সাইদুল গাজী(২৫), আঃ সালাম(২৭), মোঃ রায়হান সরদার(২৪), আঃ রহিম(৩০), মোঃ আবু সাইদ(৪৫), শেখ আকবর হোসেন(৬৫), সর্ব থানা-কালীগঞ্জ, মোঃ আসাদুর রহমান(৩৮), সাং-বুলারাটি, থানা-সাতক্ষীরা সদর, কবির হোসেন(৩৫), রুহুল আমিন গাজী(৫০), শাহ আলম শেখ(২৪), ২০. মোঃ শামীম গাজী(২৪), আলাউদ্দীন গাজী ওরফে খোকা(২৫), ফজর আলী ওরফে মদন(৪০), মোঃ সালাউদ্দিন(২৫), মোঃ সোহরাব হোসেন(৩৮), ও কালীগঞ্জ থানার মামলা নং-২৬(০৬)১৮ এর আসামী ১. বাপ্পী হোসেন(২৫) কে গ্রেফতার করে থানায় প্রিজনভ্যান যোগে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।