NUBT Khulna তে স্প্রিং সেমিষ্টার ২০১৯-এর এ্যাডমিশন ফেয়ার

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনাতে স্প্রিং সেমিষ্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ফেয়ার চলাকালীন সময়ে সরকারি ছুটির দিন সহ সপ্তাহে ৭ দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে। উক্ত ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: আব্দুল মতিন রেজিস্ট্রার, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনা । এ সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন  বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ।

ফেয়ার চলাকালীন ভর্তি ফির উপর ৬০% সহ টিউশনফির উপর অতিরিক্ত ১০% ছাড় থাকবে। উল্লেখ্য NUBT Khulna সর্বদা রেজাল্ট এর উপর ১০% -১০০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে BBA, BA(Hons) in English, CSE, EEE, B. Architecture, Civil Engineering, BSS.(Hons) in Economics বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে MBA (Regular & Executive), MAE in English, MSS in Economics কোর্স চালু আছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)