সাতক্ষীরায় শীতবস্ত্রের দোকানে দোকানে ক্রেতাদের ভিড়
সাতক্ষীরায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে শীতবস্ত্রের দোকানে। বিশেষ করে শিশু ও বয়স্কদের শীতবস্ত্র কেনার চাহিদা সবচেয়ে বেশি। এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাবেচা।
বিগত বছরগুলোতে পৌষ থেকে পুরোদমে বেচা-কেনা শুরু হলেও এবছর আগে ভাগেই শুরু হয়েছে বিক্রি। এসব দোকানগুলোতে নিজেদের সাধ্য’র ভেতর পণ্য পেয়ে খুশি ক্রেতারা। অন্যদিকে স্বল্প পূঁজিতে অধিক লাভেও হাসি ফুঁটছে বিক্রেতাদের মুখে।
সরেজমিনে দেখা যায়,অমেনিয়া মার্কেট, চায়না বাংলা , বড় বাজার বস্ত্রের দোকান , বসুন্দরা মার্কে সহ সদর উপজেলার বিভিন্ন দোকান । তাছড়া ফুটপাতের বাজারগুলোতে বসছে পুরনো কাপড় বেচার ভ্রাম্যমাণ দোকান। যেখানে রীতিমত ভিড় করছে নিম্ম ও মধ্যবর্তী আয়ের মানুষরা।
পুরাতন কাপড় বিক্রেতা সুমন রায় বলেন, এবছর আগের থেকে শীত পড়ায় শীতের পোশাক বিক্রি বেশি হচ্ছে। এতে করে আমাদেরও মোটামোটি ভালো লাভ হচ্ছে। এসব দোকান আমরা শুধু শীতের সময়েই করি। বছরের বাকি দিনগুলো আমরা অন্য কাজ করি।
ক্রেতা দীন ইসলাম, রফিক, শাহিন ও সাদিয়া বেগম বলেন, এসব শীতের দোকানগুলোতে সাধ্যের ভেতর অনেক ভালো ভালো পোশাক পাওয়া যাচ্ছে। যাতে আমাদের খরচ কম হয়। সাধ্যের মধ্যে থেকেই ভালো কিছু কেনার চেষ্টা করছি।