পায়ের পাতা কেন ঠাণ্ডা হয়?
শীত আসলেই ঠাণ্ডায় সকলেই কাবু! ঠাণ্ডায় পুরো শরীরে হিম শীতল অনুভূতি। নিশ্চয়ই খেয়াল করে থাকবেন! শরীরের অন্যান্য অংশের তুলনায় পায়ের পাতা প্রচণ্ড ঠান্ডা অনুভব হয়। শীতে শরীর একাধিক শীতের পোশাক ব্যবহার করলেও পায়ের দিকে আমাদের কম নজর থাকে। পায়ের পাতা ঠাণ্ডা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে-
১. শরীরের অন্যান্য অংশ ঢাকা থাকলেও পা এবং মাথা কিন্তু খোলা থাকেু। আবার প্রচুর ঠাণ্ডায় মাথায় টুপি বা মাফলার দিয়ে ঢেকে ফেললেও শুধু পা বাকি থাকে। এতে করে সারা দিন রাত পায়ে ঠাণ্ডা বাতাস লাগার ফলে পা প্রচণ্ড ঠাণ্ডা হয়ে যায়। যখন রাতে লেপ বা কম্বল দিয়ে ঢাকা হয় তখন পা গরম হতে বেশ সময় লাগে।
২.পায়ের পাতা ও হাতের তালুর ত্বকের টিস্যুর গঠন অন্যরকম। দেহের অন্যান্য অংশ থেকে আলাদা উপাদান দিয়ে গঠিত তাই পায়েই গরম আর শীত বেশী অনুভূত হয়। বিশেষ করে শীতকালে পায়ের ঠাণ্ডা বেশি অনুভব হয়।
৩. শরীরের অন্যান্য অংশের তুলনায় পায়ের পাতা হাতের তালু এগুলো একটু অন্য রকম। মসৃণ এর গঠন ও অন্যরকম। এখানে গরম শীত সব এ একটু বেশি অনুভূত হয়। ঢাকা অবস্থায় থাকলে অর্থাৎ হাত মোজা ও পা মোজা পড়লে দেখবেন যে শীত কম অনুভূত হচ্ছে!
৪. পায়ের পাতা ঠাণ্ডা হওয়ার আরেকটি কারণ হচ্ছে পায়ে অতিরিক্ত ঠাণ্ডা লাগা। শরীরের যাবতীয় কাজতো এই পায়ের মাধ্যমেই হয়। হাঁটাহাঁটি, চলাফেরা সবকিছুই পায়ের ওপর। তাই খালি পায়ে ফ্লোর বা মাটি পাড়ানো পা ঠাণ্ডার আরেকটি কারণ।
৫. পায়ের পাতা ঠাণ্ডা হওয়ার মূল কারণ শরীরের ও পায়ের পাতার ত্বকের ভিন্নতা। খেয়াল করলেই দেখবেন শরীর আর পায়ের পাতার ত্বকের গঠন ভিন্ন। পায়ের পাতার চামড়ার পুরুত্তও বেশ কম শরীরের অন্য অংশের তুলনায়। শুধু পায়ের না একই কারণেই হাতের পাতায় ও বেশি ঠাণ্ডা লাগে।