জাপানে রেস্তোরাঁয় বিস্ফোরণে আহত ৪২
জাপানের উত্তরাঞ্চলীয় শহর স্যাপ্পোরো’র একটি রেস্তোরাঁয় শক্তিশালী বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪২ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।
স্যাপ্পোরোর তোয়োহিরা জেলার ওই রেস্তোরাঁতে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, গ্যাসের কারণে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।- খবর বিবিসি’র
সামাজিক যোগাযোগামাধ্যম সমূহে এ ঘটনার শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া উড়ছে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভবন ধ্বস ঠেকানোর চেষ্টা করছেন।
আরো বিস্ফোরণের শঙ্কায় পুলিশ ওই এলাকায় লোকজনের যাতায়াত বন্ধ করে দিয়েছে। রোববার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে দেশটির জরুরি সার্ভিসের সদস্যরা বিস্ফোরণের প্রথম খবর পায়। পরিস্থীতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রায় ২০টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে।
জাপানি সম্প্রচার মাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে রেস্তোরাঁ ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভবনটির আবাসন ও রান্নার কক্ষও ধ্বংস হয়েছে।