ক্যারিয়ারের সেরা র্যাংকিংয়ে মুস্তাফিজ
ঘরের মাঠে বাংলাদেশ উড়ছে বাংলাদেশ। আর বাংলাদেশ উড়লে টাইগাররাও তো উড়বে। তেমনই উড়ে ৫ ধাপ এগিয়ে র্যাংকিংয়ে সেরা পাঁচে জায়গা করে নিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে সেরা পাঁচে উঠে এসেছে বাংলাদেশের বাঁহাতি পেসার।
২৩ বছর বয়সি এই পেসার তিন ম্যাচের সিরিজে নেন ৫ উইকেট। র্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে তিনি আছেন ঠিক পাঁচে। এই সিরিজ থেকে ২৪ পয়েন্ট পেয়ে তার মোট পয়েন্ট হয়েছে এখন ৬৯৫। চারে থাকা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার (৭০২) চেয়ে মুস্তাফিজ মাত্র ৭ পয়েন্ট পিছিয়ে আছেন।
রোববার আইসিসির প্রকাশিত র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে উঠে এসেছেন সিরিজে ৬ পয়েন্ট নেওয়া মেহেদী হাসান মিরাজও। এই অফ স্পিনার ১৯ ধাপ এগিয়ে ২৮তম স্থানে আছেন। মিরাজের সঙ্গে যৌথভাবে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি মাশরাফি বিন মর্তুজা ১০ ধাপ এগিয়ে ২৩তম স্থানে আছেন।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার সিরিজে ব্যাট হাতে ৯৫ রান করার পাশাপাশি বোলিংয়ে নেন ৩ উইকেট। শীর্ষে থাকা আফগানিস্তানের রশিদ খানের সঙ্গে সাকিবের ব্যবধান মাত্র এক পয়েন্টের; রশিদের ৩৫৩, সাকিবের ৩৫২ পয়েন্ট।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সাকিবের উন্নতি হয়েছে দুই ধাপ (৩৩তম), বোলারদের র্যাংকিংয়ে তিন ধাপ (২৬তম)। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ১০ ধাপ এগিয়ে ৪২তম স্থানে আছেন সৌম্য সরকার। সিরিজে সর্বোচ্চ ২৯৭ রান করা ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অষ্টম স্থানে আছেন।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন ভারতের বিরাট কোহলি। রোহিত শর্মা দ্বিতীয় ও রস টেলর তৃতীয় স্থানে আছেন। আর বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। এরপর আছেন রশিদ খান ও কুলদীপ যাদব।