ওপেনিংয়ে তামিম-লিটন
ওয়ানডে ও টেস্টে সিরিজ জেতার পর এবার টি-টোয়েন্টি মিশন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। ওয়ানডে ও টেস্ট পরিসংখ্যানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তারপরও তাদের ভরাডুবি। কিন্তু টি-টোয়েন্টি পরিসংখ্যানে পিছিয়ে নেই বাংলাদেশ। সোমাবার সাড়ে ১২টায় সিলেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল। টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ ওভারে কোন উইকেট না হারিয়ে ৭ রান।
ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়েছে লিটন দাস।
টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগাররা সমানে সমান। ক্যারিবীয়দের বিপক্ষে এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ ৪ টিতে জিতেছে। ওয়েস্ট ইন্ডিজও জিতেছে ৪টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
প্রথম ম্যাচের একাদশ নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। তবে বিসিবি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ধরে নেয়া যায়, ওয়ানডের সেরা পারফরমারদেরই দেখা যাবে টি-টোয়েন্টি দলে। তবে ম্যাচ যেহেতু দিনের বেলায়, কাজেই স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। সেদিকে খেয়াল রেখে একজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে নামতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে বাঁহাতি স্পিনার নাজমুল হাসান অপুর একাদশে থাকার সম্ভাবনা বেশি। ১৪ সদস্যের দলে আছেন পেস অলরাউন্ডার আরিফুল হকও। তবে তার খেলার বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহদি হাসান, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, এভিন লুইস, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েইট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কেমো পল, শেলডন কোটরেল, ওশানে টমাস।