কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস
যথাযোগ্য মর্যাদায় ‘কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপবধনির মাধ্যমে দিবসের শুভ সুচনা, সূর্যোদয়ের সাথে সাথে সরকারী বে-সরকারী ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় কালিগঞ্জের সোহরাওয়ার্দী পার্ক বিজয় স্তম্ভে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। কালিগঞ্জ উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, কালিগঞ্জ থানার পক্ষে অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কামান্ডার আলহাজ¦ শেখ ওয়াহেদুজ্জামান ও সাবেক ডেপুটি কমান্ডার জি.এম আব্দুল হাকিম, এছাড়াও কালিগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সুশীলন, বন্ধু কল্যাণ সমিতি, ক্রীড়া সংস্থা, উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা লেডিস ক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কালিগঞ্জ কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, কাঠুনিয়া রাজবাড়ি কলেজ, কালিগঞ্জ পাইলট সরকারী হাইস্কুল, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়, হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা, কুশলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা সহ কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ, কৃষকলীগ, তরুনলীগ, জাতীয় পাটি অন্যান্য ও সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে। পরে কালিগঞ্জ মহৎপুর সরকারী গোরস্থানে শহীদ মুক্তিযোদ্ধা ইউনুস আলীর মাজার জিয়ারাত করা হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, পরে বিভিন্ন স্কুলের স্কাউট দল, গালর্স গাইট কাব দলের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, এবং সকাল সাড়ে ১০ টায় উপজেলা মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকমুার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনা কে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশদ্রোহী, স্বাধীনতার শত্রু জামায়াত শিবির ও বিএনপিকে বর্জন করতে হবে। গণতন্ত্রের প্রতীক, শান্তির প্রতীক বঙ্গবন্ধু‘র নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা বাহিকতা বজায় রাখতে হবে। বিজয় দিবসে বাংলার মানুষ আরেকটি বিজয় দেখবে ৩০ ডিসেম্বর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, থানার ওসি (তদন্ত) মোহাম্মাদ রাজিব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ……., মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জি এম আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুক প্রমুখ। বেলা সাড়ে ১১ টায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা, দুপুর ২ টায় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে দোয়া অনুষ্ঠান ও প্রীতি ভোজের আয়োজন করা হয়। বিকাল ৩ টায় মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, ৪টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সন্ত্রাস ও জঙ্গী বিরোধী জনমত সৃষ্টি, সুখী সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলু, পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, শিক্ষিকা কনিকা সরকার ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল।