সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ত্রি-মুখী লড়াই এর সম্ভাবনা
আর মাত্র ১৫ দিন পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সমীকরণটা বরাবরের চেয়ে এবার ভিন্ন রূপ নিতে যাচ্ছে বলে বিভিন্ন দলের তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক ও ধানের শীষ প্রতীকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে লাঙ্গল প্রতীক। যদিও বিএনপি তথা ২০দলীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীক নিয়ে দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার শেষ সুযোগ হিসেবে তালা-কলারোয়ার বিভিন্ন স্থানে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন। অপর দিকে মহাজোটের রয়েছে একাধিক প্রার্থী। সাতক্ষীরা-১ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে আবারো মনোনয়ন পেয়েছেন ওয়ার্কার্স পার্টির অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে নির্বাচিত হন। তিনি নৌকা প্রতীক নিয়ে নিজের আসন ধরে রাখার চেষ্টায় জোরে সোরে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অপর দিকে এ আসনে মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টির প্রার্থী হিসাবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী জাপা নেতা সৈয়দ দিদার বখ্ত। তিনি তালা-কলারোয়ার মানুষের কাছে তথ্যমন্ত্রী থাকা কালীন সময়ে এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরছেন।
একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করছেন সাতক্ষীরা জেলা আ‘লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি এস এম মুজিবুর রহমান (সরদার মুজিব)। তিনি সিংহ প্রতীক নিয়ে বিভিন্ন জায়গায় গণ সংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অপর দিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ.এফ.এম আসাদুল হক, ন্যাশনাল পিপলস পার্টির (এন পি পি) আব্দুর রশিদ ও বামগণতান্ত্রিক জোটের আজিজুর রহমান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। বর্তমানে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে হেভিওয়েট তিন নেতার ত্রি-মুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সাধারণ ভোটাররা মনে করছেন। নৌকা (অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ), ধানের শীষ (হাবিবুল ইসলাম হাবিব) ও লাঙ্গল (সৈয়দ দীদার বখ্ত) প্রার্থী নিয়ে ভোটারদের মধ্যে সকাল থেকে রাত অবধি চলে চুলচেরা বিশ্লেষণ। তবে সাধারণ ভোটাররা বলছে সৎ এবং যোগ্য ব্যক্তিকে এবার ভোট দেওয়া হবে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,২২,৮৯৮ জন এর মধ্যে পুরুষ ভোটার ২,১০,৭১৫ জন এবং মহিলা ভোটার ২,১২,১৮৩ জন। ৩০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কে হচ্ছেন সাতক্ষীরা তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য।