সাতক্ষীরা উদীচীর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
উদীচীর সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।দিবসটি উৎযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১৪ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের কাছারীপাড়ায় উদীচীর জেলা সংসদ কার্যালয়ে জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন,উদীচীর জেলা সংসদের সহ- সভাপতি শেখ মুহসিন আলি,সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে,যুগ্ম সম্পাদক সায়েম ফেরদৌস মিতুল,দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মুন্না,অর্থ সম্পাদক স্বপন কুমার মন্ডল,নির্বাহী সদস্য কাজী মাসুদুল হক,এস এম হাবিবুল হাসান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে বলেন,১৯৭১ সালে ১৪ ডিসেম্বর বাংলাদেশকে মেধাশূণ্য করার জন্য পরিকল্পিত ভাবে পাকহানাদার বাহিনী ও তার দোষররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। সেই সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।