সাংবাদিক সমীর ঘোষের মৃত্যুতে সাতক্ষীরায় সর্ব স্তরে শোক
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন এডিএস প্রেসক্লাবের সদস্য সমীর ঘোষে(৩৫)। সে দৈনিক পত্রদূত ফিংড়ী প্রতিনিধি ও দৈনিক সাতক্ষীরার প্রতিনিধি । গত বৃহস্পতিবার রাত ১০টা ৪৫মিনিটে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য চলে গেছেন না ফেরার দেশে। সাংবাদিক সমীর ঘোষ ১৯৯৫ সাল থেকে লেখালেখি করে আসছিলেন। ফিংড়ী এলাকার বিভিন্ন সমস্যা সম্ভাবনা সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়নে গঠনমূলক সংবাদ লিখতেন। তিনি দক্ষিণ ফিংড়ী গ্রামের প্রয়াত অমর ঘোষের ছেলে। মৃত্যুকালে তিনি ৪বছর বয়সী একমাত্র ছেলে সৌরভ ঘোষ, স্ত্রী ও মাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও প্রয়াত সাংবাদিক সমীর ঘোষের আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে তার অকাল মৃত্যুর সংবাদ শুনে এক নজর দেখার জন্য ছুটে আসেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, দৈনিক পত্রদূত’র ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বার্তা সম্পাদক এস.এম শহীদুল ইসলাম, দৈনিক সাতক্ষীরার সম্পাদক বরুণ ব্যানার্জী, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, এডিএস প্রেসক্লাব সভাপতি শেখ হেদায়েতুল ইসলাম, সহ-সভাপতি আলমগীর কবির মুকুল, সাধারণ সম্পাদক আবু ছালেক, সাংগঠনিক সম্পাদক জি.এম আজিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সেকেন্দার আবু জাফর, প্রচার সম্পাদক শেখ খাবিরুল্লাহ, দপ্তর সম্পাদক শেখ রিপজা হোসেন, সদস্য ইহছাক আলী, সাংবাদিক মানিক চন্দ্র বাছাড়, ইউপি সদস্য নাছিমা পারভীন, সুকুমার সরদার।