নৌকায় হিন্দুদের শতভাগ ভোট চাইলেন শেখ সারহান নাসের তন্ময়
সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় বাগেরহাট-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় হিন্দুদের শতভাগ ভোট চাইলেন। শুক্রবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়মে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে নৌকার প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় বলেন, আমরা চেষ্টা করি আপনারা যাতে শান্তিতে থাকেন। আমরা-আপনারা সবাই মিলে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী বাংলাদেশের পথে এগিয়ে যেতে চাই।
সকলকে ঐক্যবদ্ধ ভাবে একচিন্তা এবং একচেতনা নিয়ে এগিয়ে যেতে হবে। এজন্য বাগেরহাট-২ আসনের ৭০ হাজার হিন্দুদের শতভাগ ভোট তিনি নৌকার প্রতীকের পক্ষে দাবি করেন। বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়ের সাথে সনাতন ধর্মাবলম্বী সুধিজনের ওই মতবিনিময় সভার আয়োজন করে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিবু প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জী, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার বানু লুসী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্ত্তী সোনা প্রমুখ।