’দহন’ এর ৮০!
দ্বিতীয় সপ্তাহর মতো তৃতীয় সপ্তাহে এসেও হল সংখ্যা বাড়লো রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমার। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় জুটি বেধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। তাদের অভিনয় এরই মধ্যে দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে।
‘দহন’ ছবিটি প্রথম সপ্তাহে ৪৭ হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা দাড়ায় ৭৬টি। সেই ধারাবাহিকতায় তৃতীয় সপ্তাহে সিনেমাটি প্রদর্শিত হবে ৮০টি পেক্ষাগৃহে।
ছবিটিতে রাজনীতির ভংকর দিক ও এর বিপরীতে প্রেমের জয়গান দেখানো হয়েছে। ছবিতে সিয়াম অভিনয় করেছেন বস্তির ছেলে তুলার চরিত্রে। রাজনীতির মারপ্যাচে যিনি বোমাবাজে পরিনত হন। একই বস্তির থাকেন পূজা চেরি। আশা চরিত্রের পূজা অভিনয় করেছেন একজন পোশাক শ্রমিকের ভূমিকায়। অন্যদিকে জাকিয়া বারী মম অভিনয় করেছেন সাংবাদিকের চরিত্রে।
সিনেমাটিতে সিয়াম, পূজা ও মম ছাড়াও অনান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, রাজ রিপা, মুনিরা মিঠু, শিমুল খান প্রমুখ।
শুক্রবার থেকে যেসব পেক্ষাগৃহে চলবে ‘দহন’:-
১। স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি , ঢাকা ( ১০:৩০, ১:১০ , ৩:৫০, ৬:৩০, ৯:১০ )
২। ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক,ঢাকা (১১:৩০, ২:১৫, ৫:০০, ৭:০৫)
৩। শ্যামলী সিনেমা – ঢাকা ( ১২:০০, ২:৪০, ৫:৩০, ৮:০০)
৪। বলাকা সিনেওয়ার্ল্ড – ঢাকা
৫। সিলভার স্ক্রিন – চট্টগ্রাম (২:০০ , ৫:৩০)
৬। মম-ইন – বগুরা
৭। রাজমনি সিনেমা – ঢাকা
৮। এশিয়া সিনেমা – ঢাকা
৯। আনন্দ সিনেমা – ঢাকা
১০। মুক্তি সিনেমা – ঢাকা
১১। পূরবী সিনেমা – ঢাকা
১২। পুনম সিনেমা – ঢাকা
১৩। রানীমহল সিনেমা – ডেমরা
১৪। সেনা – সাভার
১৫।আলমাস – চট্টগ্রাম
১৬। ছায়াবানী – ময়মনসিংহ
১৭। কেয়া – টাঙ্গাইল
১৮। লিবার্টি – খুলনা
১৯। মর্ডান – দিনাজপুর
২০। মধুমতি – ভৈরব
২১। রাজ – কুলিয়ারচর
২২। রুপকথা – পাবনা
২৩।শঙ্খ – খুলনা
২৪। সনিয়া – বগুরা
২৫।মনিহার – যশোর
২৬। আয়না – আক্কেলপুর
২৭। বাবুল – নওহাটা
২৮। বর্নালী – নওয়াপাড়া
২৯। চলন্তিকা – গোপালদী
৩০। চাঁদমহল – কাচপুর
৩১। ছন্দা – পটিয়া
৩২। ঝংকার – পাচদোনা
৩৩। কথাচিত্র – কটিয়াদী
৩৪। মধুমিতা – মাগুরা
৩৫। মোহনা – কোনাবাড়ি
৩৬। মমতাজ – সিরাজগঞ্জ
৩৭। মুন – হোমনা
৩৮। নবীন – মানিকগঞ্জ
৩৯। পান্না – মুক্তারপুর
৪০। তামান্না – সৈয়দপুর
৪১। আলতা – সরিষাবাড়ি
৪২। বনলতা – ফরিদপুর
৪৩। ফিরোজমহল – পাগলা
৪৪। হ্যাপি – লক্ষীপুর
৪৫। কাজলি – মতলব
৪৬। কল্লোল – মধুপুর
৪৭।মানসী – কিশোরগঞ্জ
৪৮। মেহেরপুর – মেহেরপুর
৪৯। মনিকা – শায়েস্তাগঞ্জ
৫০। মুন – হোমনা
৫১। পালকী – চান্দিনা
৫২। প্রিয়া – ঝিনাইদহ
৫৩। পূর্বাষা – সান্তাহার
৫৪। রাজিয়া – নাগরপুর
৫৫। রুপকথা – পাবনা
৫৬। সাগরিকা – চালা
৫৭। সোনালী – টেকেরহাট
৫৮। তিতাস – পটুয়াখালী
৫৯। আলমডাঙ্গা – আলমডাঙ্গা
৬০। অনামিকা – পিরোজপুর
৬১। বাবু – কিশোরগঞ্জ
৬২। বৈশাখী – নরিয়া
৬৩। ছন্দা – কালীগঞ্জ
৬৪। দিনান্ত – কেশরহাট
৬৫। গ্যারিশন – দয়ারামপুর
৬৬। লাইটহাউজ- পারুলিয়া
৬৭। মমতাজমহল – নীলফামারী
৬৮। নসিব – সাপাহার
৬৯। রাজু – ঈশ্বরদী
৭০।রংধনু – নজিপুর
৭১। রূপালী – পাঁচবিবি
৭২। সখি – হোসাইনপুর
৭৩। সোনালী – ঘোড়াঘাট
৭৪। সনি – ইসলামপুর
৭৫। উল্লাস – বীরগঞ্জ
৭৬। বর্নালী – শাহজাদপুর
৭৭। আশা – মেলান্দহ
৭৮। জনতা – জলঢাকা
৭৯। আনন্দ – তানোর
৮০। শাহীন – বল্লাবাজার