কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
কালিগঞ্জ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে র্যালী সহকারে বদ্ধভূমি স্মৃতি স্থম্ভে মাল্যদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর শুত্রুবার সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণ থেকে এক র্যালী বাহির হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ডাক বাংলা মোড়ে বদ্ধভূমি স্মৃতি স্থম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাংবাদিক ইশারাত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আবু আব্দুল্লাহ, সৈয়দ মোমিনুর রহমান, কালিগঞ্জ বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক আফছার উদ্দিন প্রমুখ। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন ১৯৭১ সালে এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী বিজয়ের শেষ মুহুত্বে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের ধরে এসে হত্যা করে। এই দিনটি বাংঙ্গালী জাতির ইতিহাসে এক বেদনাঘন স্মৃতিবাহী দিন। আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। পরে শহীদদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।