অর্ধশতক তুলে নিলেন তামিম
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। বোলিংয়ের পর ব্যাটিংয়ের শুরুটাও বেশ ভালোই করেছে তামিম-লিটনরা। দলীয় ৪৫ রানে লিটন ফিরে গেলেও নিজের অর্ধশতক তুলে নিয়েছেন দেশসেরা ওপেনার।
এশিয়া কাপে হাতের ইনজুরিতে প্রায় দুই মাস মাঠের বাইরে কাটালেও ব্যাটে যে মরচে পড়েনি তা ঠিকই বোঝালেন তামিম। প্রস্তুতি ম্যাচে শতকের পর প্রথম ওয়ানডেতে রান পাননি। কিন্তু সিরিজের শেষ দুই ম্যাচে ঠিকই নিজের অর্ধশতক তুলে নিয়েছেন।
১৯৯ রানের লক্ষ্যে সাবধানেই শুরু করেন তামিম। ৬২ বলে ৬ চারে ক্যারিয়ারের ৪৪ তম অর্ধশতক তুলে নেন দেশসেরা ওপেনার।
এর আগে অফ সাইডের অনেক বাইরের একটি বল লেগে টেনে খেলতে যান লিটন। ফলাফল কিমো পলের বলে পাওয়েলের হাতে ক্যাচ। লিটন ফিরেছেন ব্যক্তিগত ২৩ রানে।
পরে অবশ্য বিপদ ঘটতে দেননি অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ও ফর্মে থাকা সৌম্য সরকার। আক্রমণ ও সিঙ্গেল দুটোই বজায় রেখে দলের রানের গতি সচল রেখেছেন।
এর আগে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলপতি মাশরাফির সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন বোলাররা। মিরাজের এ পর্যন্ত ক্যারিয়ার সেরা বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে সফরকারীরা। মিরাজ ২৯ রানে এক মেডেনসহ চার উইকেট, সাকিব ও মাশরাফি দুই উইকেট করে নেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ১৯৮ রান সংগ্রহ করে উইন্ডিজ।
সফরকারী ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলের মধ্যেও ব্যতিক্রম ছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শাই হোপ। সিরিজের শেষ ওয়ানডেতেও তুলে নিয়েছেন চলতি সিরিজে নিজের দ্বিতীয় শতক। তার অপরাজিত ১০৮ রানের উপর ভর করে মাঝারি সংগ্রহ গড়ে উইন্ডিজ।