যশোরে ধানের শীষের প্রার্থীর সমাবেশস্থলে হামলা
যশোরে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির ৮/১০ জন কর্মী আহত হয়েছেন। এদের কয়েকজনকে হাসপাতালে নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা একটার দিকে সদর উপজেলার হালসা বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনার জন্য স্থানীয় যুবলীগ আশ্রিত সন্ত্রাসীদের দায়ী করেছেন অমিত।
বোমা হামলার পর সন্ত্রাসীরা সমাবেশস্থলে থাকা চেয়ার ভাঙচুর করেছে। প্রচার মাইক নিয়ে গেছে। পরে প্রার্থী অমিতের নেতৃত্বে হালসা বাজারে প্রতিবাদ মিছিল হয়।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আজ সকালে আমার দেয়াড়া এলাকায় নির্বাচনী কর্মসূচি ছিল। সেখান থেকে আমি নেতাকর্মীদের নিয়ে হালসা পেরিয়ে চৌগাছা সীমান্ত এলাকায় যাই গণসংযোগে। পরে হালসা বাজারে একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেয়ার কথা ছিল আমার। কিন্তু গণসংযোগকালেই খবর আসে, হালসা বাজারে আমার সমাবেশস্থলে হামলা হয়েছে। দ্রুত হালসা বাজারে ফিরে এসে দেখি সমাবেশস্থল লণ্ডভণ্ড। বোমার আলামত রয়েছে। মাইক ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারী সন্ত্রাসীরা।’
অমিত অভিযোগ করেন, ইউনিয়ন যুবলীগ নেতা জাফরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধানের শীষের সমাবেশস্থলে হামলা চালিয়েছে। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে যুবলীগের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, অমিতের প্রচারণা গাড়িবহরে থাকা সংবাদকর্মীরা বলছেন, সমাবেশস্থলে অন্তত দুটি ককটেল ছোড়া হয়। এর একটি বিস্ফোরিত হয়েছে। আর সন্ত্রাসী হামলায় বিএনপির ৮/১০ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
বিভিন্ন সূত্রে আহত কয়েকজনের নাম জানা গেছে। এরা হলেন, জুয়েল, মহিদুল ইসলাম, তাজু হোসেন, দাউদ হোসেন, ইমামুল ইসলাম।
এদিকে, হামলার খবর পাওয়ামাত্র বিষয়টি কোতয়ালি থানা পুলিশকে অবহিত করেন জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলু। তবে, থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমার কাছে এমন কোনো তথ্য নেই।’