পাটকেলঘাটা খাদ্য গোডাউনে ২০১৮-১৯ এর আমন চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
পাটকেলঘাটা খাদ্য গোডাউনে ২০১৮-১৯ এর আমন চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন অভ্যন্তরীণ আমন শস্য সংগ্রহ অভিযান ২০১৮-১৯ এর ফিতা কেটে উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি বলেন, দেশব্যাপী সাতক্ষীরার পাটকেলঘাটা খাদ্য গুদামের চালের যে গুনগত মানের সুনাম রয়েছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে। ২০১৮-১৯ সালে আমন চাল সংগ্রহ করা হবে দেশ ব্যাপী ৬ লক্ষ মেট্রিকটন। পাটকেলঘাটা খাদ্য গুদামে ৮৩টি চুক্তিভিত্তিক মিলারদের কাছ থেকে ১২৯২ মেট্রিকটন আমন চাল সংগ্রহ করা হবে। এবার ৩০ কেজির বস্তা ৩৬ টাকা দরে সরকার চাল সংগ্রহ করছে। সংগ্রহ অভিযান চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। খাদ্য গোডাউন কর্মকর্তা সু-শান্ত কুমার মজুমদার বলেন স্বচ্ছতার ভিত্তিতে ও বি নির্দেশনা মোতাবেক মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল, তালা উপজেলা মিল মালিক সমিতির সভাপতি খন্দকার মোয়াজ্জেম হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক প্রণয় পাল।