নৌকার পক্ষে মাঠে তারকারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় নৌকার পক্ষে মাঠে নেমেছেন শোবিজ অঙ্গের শিল্পীরা। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) শহীদ মিনার থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেন দেশের বিশিষ্ট অভিনয় শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীত শিল্পী, ক্রীড়াবিদসহ বিশিষ্টজনরা।

আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভোটারদের নৌকা মার্কায় চেয়েছেন সৈয়দ হাসান ইমাম। সৈয়দ হাসান ইমাম ছাড়াও রোকেয়া প্রাচী, শমি কায়সার ও জাহিদ হাসানসহ অন্যান্য তারকাও নৌকার পক্ষে ভোট চেয়েছেন।

অভিনেতা সৈয়দ হাসান ইমাম বলেছেন, ‘এখানে নৌকার প্রচারণায় এসেছি। মনে-প্রাণে চাচ্ছি দলটি যেন আবারও ক্ষমতায় আসতে পারে এবং উন্নয়নের ধারবাহিকতা বজায় থাকে।’

তিনি বলেন, ‘দেশ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে কাজ করেছি। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ উল্টোপথে চলতে থাকে। শিল্পীদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। তাদের কোনো মর‌্যাদা দেয়া হয়নি।’

ভক্ত ও দর্শকদের তিনি মুক্তিযুদ্ধের বিরোধীদের ভোট না দেয়ারও আহ্বান জানান।

অনুষ্ঠানে অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগের শাসনামলে যে উন্নয়ন হয়েছে দেশের তার ধারাবাহিকতা ধরে রাখতে আমাদেরকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমরা চাইনা দেশবিরোধী বা স্বাধীনতাবিরোধীরা আবার ক্ষমতায় বসুক। দেশকে পিছিয়ে দিক। সেজন্য সবাই মিলে একযোগে নৌকা প্রতীকের হয়ে কাজ করতে হবে।’

অভিনেত্রী শমী কায়সার বলেন, ‘এ ১০ বছর আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, বিদ্যুত খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের কথা আলাদা ভাবে বলার কিছু নেই। এটা সাধারণ একজন মানুষও বুঝতে পারে দেশে উন্নয়ন হয়েছে। এ সব কিছুর উন্নয়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে।’

তিনি বলেন, ‘উন্নয়ন ও অগ্রগতির এ যাত্রা অবাহ্যত রাখতে হলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ছাড়া আরও কোনো বিকল্প নেই। এটা আমরা শুধু বিশ্বাস করি না, আমরা ধারণ করি। তাই আমি চাইবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবেন।’

অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন। দেশের উন্নয়নের কথা চিন্তা করেই আমি তার ভালো কাজের সঙ্গে আছি। আমি চাই না স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসুক।’

অভিনেতা মাহফুজ আহমেদ বলেন, ‘আমি বাংলাদেশের পক্ষের লোক। দেশের যুবসমাজ যেন সামনে এগিয়ে যেতে পারে এমন পরিবেশ বজায় রাখতে আমাদেরকে নৌকায় ভোট দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে বজায় রাখতে হবে।’

এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস। দুজনেই আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় জোরালো ভাবে মাঠে নেমেছেন। নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তারাও।

মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের উদ্দেশে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘আমার অভিনয় ভালো লাগলে তার বিনিময়ে নৌকায় ভোট দেবেন। দীর্ঘ ক্যারিয়ারে যদি অভিনয়ের মাধ্যমে বিন্দুমাত্র আনন্দ দিয়ে থাকি, তবে ভোট দিয়ে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবেন। আমার এই একটা চাওয়া আপনারা রাখবেন।’

বক্তৃতা দেয়ার সময় রিয়াজ বলেন, ‘আমরা ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীর পিতার শত বছর একসাথে পালন করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।’

রিয়াজের পরেই বক্তৃতা দেন আরেক নায়ক ফেরদৌস। তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। সেখানে আমাদের জয়ী হতেই হবে। আমার ২০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে যদি বিন্দুমাত্র ভালোবেসে থাকেন তবে নৌকায় ভোট দেবেন। তরুণ প্রজন্মের যারা প্রথম ভোট দেবে তারা অবশ্যই যেন নৌকায় ভোট দেয়।’

শহীদ মিনারের নৌকার পক্ষে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস রাইসুল ইসলাম আসাদ, তানভীন সুইটি, তারিন, আজমেরী হক বাঁধন, চিত্রনায়ক শাকিল খান, গায়ক এস ডি রুবেল, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা নূতন, অরুণা বিশ্বাস, নায়ক সায়মনসহ আরও অনেক শিল্পী-কলাকুশলীরা।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)