জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার খানপুরে মহিলাকে পিটিয়ে জখম
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরা সদরের খানপুর এলাকার হোসনে আরা নামের এক মহিলাকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামে। পরে স্থানীয়রা আহত হোসনেআরা কে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
সূত্র জানায়, সদরের খানপুর এলাকার মৃত লুৎফর রহমানের স্ত্রী হোসনেআরা দীর্ঘ দিন যাবত তার জমিতে বসবাস করছে। বৃহষ্পতিবার সকালে আকস্মিকভাবে একই এলাকার মৃত শমসের আলীর ছেলে নূর ইসলাম ও তার লোকজন হোসনে আরার ভোগদখলীয় জমির কিছু অংশ দখলে নেওয়ার জন্য ঘেরে বেড়া দেওয়ার চেষ্টা করে। এ সময় প্রতিবাদ করায় নূর ইসলাম ও তার লোকজন লাঠি সোটা দিয়ে হোসনেআরা’র উপর হামলা চালালে সে গুরুত্বর জখম হয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে তার দুই বোন নারগিছ ও অন্তঃসত্বা নাছরিন বোনকে উদ্ধার কারার জন্য ছুটে এলে তাদের উপরেও হামলা চালায় নূর ইসলাম বাহিনী।
গুরুত্ব আহত হোসনে আরা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এব্যাপারে ভূক্তভোগীরা পুলিশ প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করেছেন।