আমরা নির্বাচনে আছি এবং থাকবো: হাবিবুল ইসলাম হাবিব
সাতক্ষীরার তালার মাগুরার পীর জয়নুদ্দীন (রাঃ) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বৃহস্পতিবার সকালে বিএনপির নেতা কর্মীদের নিয়ে পীর জয়নুদ্দীন (রাঃ) মাজার জিয়ারতের মাধ্যমে ধানের শীষের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।
মাজার জিয়ারত শেষে মাগুরা বাজারে নেতাকর্মীদের নিয়ে গনসংযোগ করার সময় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে। তবুও আমরা নির্বাচনে আছি এবং থাকবো।
এবার নির্বাচন করতে এসে দেখলাম আমাদের পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে প্রচার মাইক ভেঙ্গে দেওয়া হচ্ছে। লেবেল প্লেয়িং ফিল্ড করার জন্য জেলা প্রশাসকের কাছে দাবী করে ছিলাম,তিনি বলেছিলেন,মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে সাতক্ষীরাতে একটি মডেল নির্বাচন হবে আর সেই লক্ষ্যে কাছ করছি।
আমার বিশ্বাস অবাদ সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে মানুষ ঐক্যবদ্ধ। কোন মুষ্টেমেয় সন্ত্রাসীর কাছে (তালা ও কলারোয়ার) মানুষ জিম্মি হতে পারে না।
আমাদের নেতা কর্মীদের নামে নতুন করে মামলা দিয়ে আসামী করা হচ্ছে। মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ভাবে মামলা দিয়ে নেতা কর্মীদের আটক করা হচ্ছে।
তিনি আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন পর্যন্ত পুলিশকে নিরপেক্ষ ভাবে ভুমিকা পালন করার জন্য সহযোগীতা কামনা করেছেন ।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুখ, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,উপজেলা সহ-সভাপতি গোলাম মোস্তফা,শেখ জিল্লুর রহমান,যুগ্ন সম্পাদক মির্জা আতিয়ার রহমান,এম মফিদুল হক লিটু,বিএনপি নেতা সোহরাব হোসেন,শহিদুল ইসলামসহ তালা কলারোয়ার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর তালা উপজেলা সাবেক বিএনপির সভাপতি মরহুম এবিএম আলতাফ হোসেন ও বিএনপির সাংগঠনের সম্পাদক বদরুজ্জামান মোড়লের কবর জিয়ারত করেন।