সাতক্ষীরায় ৪ আসনেই থাকছে নৌকা
সাতক্ষীরা জেলার ৪টি আসনেই থাকছে নৌকা। অপরদিকে ধানের শীষও থাকার সম্ভাবনা রয়েছে জেলার সব ক’টি আসনে। সারাদেশে বিএনপির ২০৬টি আসনের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সাতক্ষীরার একটি আসন রয়েছে। তবে জোটের বাইরেও জাতীয় পার্টি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) ও সাতক্ষীরা-২ (সদর) আসনে লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে বলে দলের একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছেন।
গতকাল ২৪০ আসনে নৌকার প্রার্থীদের চূড়ান্ত প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরকৃত উক্ত বরাদ্দপত্রে সাতক্ষীরা-১ আসন দেয়া হয়েছে মহাজোটের শরীক ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহকে। অপরদিকে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা স্বাক্ষরকৃত বরাদ্দপত্রে এ আসনে লাঙল প্রতীক দেয়া হয়েছে সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্তকে। এ আসনে বিএনপি জোটের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
গতকাল মহাজোটের প্রতীক নৌকা বরাদ্দের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সমঝোতা হওয়া আসনের বাইরে যেকোন আসনে মহাজোটের শরীকরা চাইলে তাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন।
সাতক্ষীরা-২ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন বর্তমান এমপি মীর মোস্তাক আহমেদ রবি। এ আসনে জাতীয় পার্টির জেলা সভাপতি শেখ আজহার হোসেন মহাজোটের প্রার্থী মনোনীত হলেও দলের কেন্দ্রীয় নেতাদের অনীহার কারণে সেটি হাতছাড়া হয়েছে বলে জানা গেছে। তবে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে শেখ মতলুব হোসেন লিয়ন লাঙল প্রতীক বরাদ্দ পাচ্ছেন বলে দলের একটি সূত্র নিশ্চিত করেছে। অপরদিকে সাতক্ষীরা সদর আসনে বিএনপি কোন প্রার্থীর নাম প্রকাশ করেনি। ফলে আসনটি ঐক্যফ্রন্টের শরীক জামাতের মুহাদ্দিস আব্দুল খালেক ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হচ্ছেন তা প্রায় নিশ্চিত। আবার জাসদ (রব) এর পক্ষে আফছার আলীর দাখিলকৃত মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করলেও আপিলে সেটি বহাল রয়েছে। তিনি সদরের ঐক্যফ্রন্টের প্রার্থী হবার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে।
সাতক্ষীরা-৩ আসনে মহাজোটের প্রার্থী সাবেক মন্ত্রী ডা. রুহুল হক এমপি। তার মনোনয়ন অনেক আগেই নিশ্চিত হয়েছে। এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জামাতের হাফেজ রবিউল বাশার। মাঠ পর্যায়ে জামাতের নেতা কর্মীরা আসনটিতে বিএনপির ডা. শহিদুল আলমকে প্রার্থী হিসেবে দেখতে চান এমন প্রচারণা রয়েছে। তবে জোটগত কারণে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা নেই বলে একাধিক সূত্রে জানা গেছে ।
সাতক্ষীরা-৪ আসনে মহাজোটের নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন বর্তমান এমপি এসএম জগলুল হায়দার। তবে সম্প্রতি বিকল্পধারায় যোগদানকারী সাবেক এমপি এইচএম গোলাম রেজা দলীয় প্রতীক নিয়ে মাঠে থাকতে পারেন বলে জানা গেছে। অপরদিকে জাতীয় পার্টির আব্দুস সাত্তার মোড়লও মাঠ ছাড়ছেন কীনা তা স্পস্ট নয়। এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জামাতের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু বলেন, জেলায় জাতীয় পার্টির কোন প্রার্থী মহাজোটের মনোনয়ন পাননি বলে শুনেছি। তবে সাতক্ষীরা-১ আসনে সৈয়দ দিদার বখ্ত দলীয় মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন। সাতক্ষীরা-২ এবং সাতক্ষীরা-৪ আসনেও দলীয় প্রার্থীর পক্ষে লাঙল প্রতীক বরাদ্দ করা হয়েছে বলেও শুনেছি।