গুলশানে বিএনপি কার্যালয়ে বিক্ষোভ-ভাঙচুর
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ভেতরে-বাইরে বিক্ষোভ করছে মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তারা গেইট ও দেয়াল ভাঙার চেষ্টা ও ধাওয়া-পাল্টা ধাওয়া করেন।
বিক্ষোভকারী নেতাকর্মীরা নীচতলা থেকে সিড়ি বেয়ে দোতলায় উঠে দরজায় লাথি মেরে ভাঙচুর করে। এ সময় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেয়। একপর্যায়ে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে উত্তেজনা বাইরে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় নেতৃত্ব দেন বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে মানিকগঞ্জ-১ আসন মনোনয়নপ্রত্যাশী খন্দকার ডাবলু ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির সাবেক এক এমপি।
এদিকে গুলশান কার্যালয়ের দোতলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা রয়েছেন।
এছাড়া ভেতরে রয়েছেন ঐক্যফ্রন্ট নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুরসহ বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য।