ভিন্ন পেশায় মাধুরী, কি সেটা জানেন?
বলিউডের ‘ধকধক গার্ল’ খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এবার তিনি নতুন ভূমিকায় আসছেন। আর এ ভূমিকা কোন সিনেমার নয় বরং বাস্তবের। শুনতে একটু কঠিন লাগছে তো? খোলাসা করে বলা যাক।
আসলে ২০১৯ সালের পুনে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে লড়বেন এ নায়িকা। ভারতীয় গণমাধ্যমগুলো এমন খবরই প্রকাশ করেছে।
এর আড়ে গত জুনে বিজেপি সভাপতি অমিত শাহ দলের এক অনুষ্ঠানে মুম্বাই গিয়েছিলেন। সেখানে বিভিন্ন তারকাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আর এ তালিকা থেকে বাদ যাননি মাধুরী দীক্ষিতও।
এরপরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, অমিত শাহ ও মাধুরীর মধ্যে বৈঠক হয়। আর সেই বৈঠকে মাধুরীর স্বামীও উপস্থিত ছিলেন। তখন থেকেই জল্পনা শুরু।
এদিকে, ডিসেম্বরে দল যখন ২০১৯-এর লোকসভার প্রার্থী বাছাই শুরু করেছে তখনই উঠে আসলো মাধুরীর নাম। পুনে লোকসভা কেন্দ্রের জন্য তার নাম ঘোষণা করা হয়।
এছাড়া বলিউডের এই নায়িকার জনপ্রিয়তা নিয়ে কখনই প্রশ্ন ওঠেনি। বলিউডে কাজ করতে করতেই বিয়ে করে ভিনদেশে পাড়ি জমান তিনি। এরপর অনেকদিন কাজ থেকে দূরে ছিলেন।
দুই সন্তানের মা মাধুরী আবারো ফিরে আসেন মুম্বাইয়ে। শুরু করেন জীবনের সেকেন্ড ইনিংস। আর তারপরই রাজনীতিতে আসার হাতছানি। এবার তিনি নামছেন ভোটের লড়াইয়ে।