প্রার্থিদের দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শুক্রবার বিভিন্ন নির্বাচনী এলাকার দল ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে মোট ১৫০ জনের শুনানি হবে।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের ১১ তলায় এজলাসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ অন্য কমিশনাররা শুনানি করছেন।
বৃহস্পতিবার প্রথম দিনে ১৬০ জনের শুনানি করেন নির্বাচন কমিশন। এতে বিএনপির ৩৯ প্রার্থীসহ ৮০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৭৬ জনের আবেদন নামঞ্জুর এবং ৪ জনের আবেদন পেন্ডিং রয়েছে।
Please follow and like us: