শিশু শাফায়াতের ময়নাতদন্ত সম্পন্ন
রাজধানীর বাংলামোটর থেকে উদ্ধার হওয়া শিশু শাফায়াতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শাফায়াতের শরীরে বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সেটি শুধু কপালে। তবে কোনো রক্তক্ষরণ হয়নি।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে এ তদন্ত সম্পন্ন করেন।
ময়নাতদন্ত শেষে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, নিহত শাফায়াতের ব্রেইন ও লিভার কিছুটা ফোলা পাওয়া গেছে। তার ব্রেইন, লিভার, ব্লাড ও ফুসফুস হিস্টোপ্যাথলজিতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, শিশুর শরীরে কোনো ধারালো অস্ত্রের আঘাত ও বিদ্যুৎস্পৃষ্টের আলামত নেই। তার কপালে যে আঘাতটি রয়েছে তা পড়ে গিয়েও হতে পরে। তবে সেই আঘাত তার মৃত্যুর জন্য দায়ী কিনা সেটি প্রতিবেদনের পর জানা যাবে। বোর্ডের অন্য চিকিৎসকরা হলেন, প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস, ও প্রভাষক ডা. কবির সোহেল।
Please follow and like us: