যেকোনো মূল্যে আমার নিজের জেলার প্রাথমিক শিক্ষার ভিতকে শক্ত করবো : তপন ঘোষ
উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তপন ঘোষ বলেছেন, সাতক্ষীরা জেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি। যেকোনো মূল্যে আমার নিজের জেলা সাতক্ষীরায় শিক্ষার প্রাথমিক ভিতকে আমি শক্ত করতে চাই। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশু মানসম্মত শিক্ষা পেলে আগামীতে আমরা একটি মানসম্মত জাতি পাব। বঙ্গবন্ধুর সরকার ১৯৭৩ সালে প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারীকরণ করেছিলেন। তার ধারাবাহিকতায় ২০১৩ সালে বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারীকরণ করা হয়েছে। তাই সরকারি নির্দেশনা পরিপূর্ণভাবে মেনে চলার মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা যাবে।
বৃহস্পতিবার দুপুরে পাটকেলঘাটার সরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রইচউদ্দীন সরদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক হীরামন কুমার বিশ্বাস, শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক, তালা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহেল আসলাম, সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কল্যাণ ঘোষ, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী কুণ্ডু, প্রধান শিক্ষক হোসনেয়ারা খানম প্রমুখ।