তামিম-সৌম্য শতকে ৩৩২ তাড়া করে জয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বিসিবি একাদশ। ক্যারিবিয়ানদের গড়া ৩৩২ রানের পাহাড়কে তামিম-সৌম্যরা যেন হাতের মোয়া বানিয়ে ছেড়েছেন। আলোক স্বল্পতায় খেলা শেষ হয় নির্ধারিত সময়ের আগেই। তবে জয়টা ছিল সময়ের ব্যাপার। ফলে ডি/এল মেথডে ১১ রানের জয় তুলে নিয়েছে সৌম্যরা।
৩৩২ রানের জবাবে শুরুটা যেমন প্রয়োজন ছিল তেমনটাই করেছেন দুই ওপেনার ইমরুল ও তামিম। ১০ ওভারের আগেই ৮০ তোলেন তারা। এরপর পুরোটা জুড়ে শুধু তামিম। ৭৩ বলে তামিম ব্যক্তিগত ১০৭ রানে ফিরে যাওয়ার পরেই মড়ক লাগে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। হুট করে ৬ উইকেট পড়ে যায় বাংলাদেশের। তবে তিন নাম্বারে নামা সৌম্য সরকার দলকে জয়ের পথেই রাখেন। তামিমের মতোই ঝড়ো ইনিংস খেলতে থাকেন সৌম্য সরকারও। এর ফলে টানা তিনটি ম্যাচে শতক পেলেন তিনি।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরি ফিরিয়ে নিয়ে এসেছিলেন ওয়ানডে সিরিজেও। শেষ ওয়ানডেতে অসাধারণ এক শতক হাঁকান এই বাঁহাতি। এরপর ক্যারিবীয়ানদের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচে শতক করলেন তিনি।৭৬ বলে ৭ চার ও ৬ ছক্কায় শতক তুলে নেন সৌম্য।
৩৯ ওভার ২ বলে ৬ উইকেটে ৩০৯ রান তোলে বিসিবি। এরপর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। ফলে ডি/এল পদ্ধতিতে ১১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বিসিবি। ফলে প্রস্তুতিটা বাংলাদেশেরও বেশ ভালোই হল বলতে হবে।