কালিগঞ্জে গ্রাম পুলিশদের প্যারেডে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিলেন অতিরিক্ত পুলিশ সুপার।
কালিগঞ্জ থানার আয়োজনে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় সাপ্তাহিক চৌকিদারী( গ্রাম পুলিশ) প্যারেডে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে গ্রাম পুলিশদের দিক নির্দেশনা প্রদান করেন সাতক্ষীরা জেলা‘র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ ইলতুৎ মিশ। কালিগঞ্জ থানা চত্তরে উপজেলা‘র ১২ টি ইউনিয়নের ১ শ ৮ টি ওয়ার্ডের সকল গ্রাম পুলিশদেরকে এ দিক নির্দেশনা প্রদান করা হয়।
এসময় তিনি বলেন আসন্ন নির্বাচন কে কেন্দ্র করে কেহ যেন কোন প্রকার নাশকতা মূলক কর্মকান্ড বা দেশদ্রোহী কোন কর্মকান্ড না করতে পারে সে ব্যাপারে গ্রাম পুলিশদেরকে সর্বদা সজাগ থাকতে হবে, যে কোন অপ্রিতিকর পরিবেশ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। কোন ব্যক্তি, গোষ্ঠী ও রাজনৈতিক দল সন্ত্রাস, সহিসংতা ও নাশকতা মূলক কর্মকান্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার কোথায়ও কোন প্রকার আইনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি কিংবা বিশৃঙ্খলা বা সমস্যা হলে সাথে থানা পুলিশকে জানানোর নির্দেশ দেন। সাপ্তাহিক প্যারেডে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সসার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাজিব হোসেন, থানার উপ-পরিদর্শক লিয়াকত হোসেন প্রমুখ।