সাইফুল্লাহ লস্করের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্মরণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ভুমিহীন কৃষক আন্দোলনের অন্যতম নেতা সাইফুল্লাহ লস্করের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে উক্ত স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজান কবির। সভায় আরো বক্তব্য রাখেন, কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি.এম শামিমুল হক, অর্থ সম্পাদক তাপস বিশ্বাস, সদস্য সমিরন বিশ্বাস প্রমুখ।
বক্তারা এ সময় কৃষক আন্দোলনের অন্যতম নেতা সাইফুল্লাহ লস্কর হত্যাকারীদের অবিলম্বে বিচার, ভুমিহীন গরীব কৃষকদের মাঝে খাস জাম বিতরণ ও কাজের ব্যবস্থা এবং দক্ষিণ-পশ্চিমা লের জলাবদ্ধতা, লবনাক্ততা ও অপরিকল্পিত চিংড়ি ঘের বন্ধ করাসহ চার দফা দাবী তুলে ধরেন।