রাতে ঘুম হয় না এরশাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আসলেই রোগটা কি তা রীতিমত ধোঁয়াশায় রূপ নিয়েছে। জাতীয় পার্টির পক্ষ থেকে একেক সময় একেক রোগের বর্ণনা দেওয়া হচ্ছে। কখনো বলা হচ্ছে বার্ধক্যজনিত রোগ, আবার কখনো প্রচার করা হচ্ছে হাঁটুর ব্যাথাজনিত রোগ। কিন্তু সাম্প্রতিক সময়ে বলা হচ্ছে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া এবং নতুন করে হিমোগ্লোবিনের রক্তকণা তৈরি না হওয়া। আসলেই কোন রোগে সাবেক রাষ্ট্রপতি আক্রান্ত না কেউ সঠিকভাবে বলতে পারছেনা।
তবে জাপার একাধিক সূত্র জানায়, এরশাদ শারীরিক ভাবে যতটা না অসুস্থ তারচেয়ে বেশি মানুষিক অসুস্থতা। এরশাদের ব্যক্তিগত ষ্টাফ ওহাব মিয়া জানান, স্যারের ঘুম খুব কম হচ্ছে। ঘুমের ব্যাঘাতজনিত রোগে আক্রান্ত স্যার। গভীর রাত পর্যন্ত স্যার না ঘুমিয়ে জেগে থাকেন।
তবে এরশাদের পারিবারিক সূত্র দাবি করছে, নানাবিধ রোগে আক্রান্ত এরশাদ। এদিকে, উন্নততর চিকিৎসার জন্য এরশাদকে বিদেশ যাওয়ার পরামর্শ দেওয়া হলেও আপাতত তিনি দেশ ছাড়তে নারাজ।
উল্লেখ্য, হুসেইন মুহাম্মদ এরশাদ নিয়মিত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চেকআপ করান। সেখানেই তাঁর চিকিৎসার কথা রয়েছে।