‘পুরুষে ভরা জীবন আমার’
স্বস্তিকা মুখার্জি। টালিউডের জনপ্রিয় এবং আবেদনময়ী অভিনেত্রী তিনি। বরাবরই সোজাসাপ্টা কথা বলেন তিনি। কখনো নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আবার কখনো বা পারিপার্শ্বিক অবস্থা নিয়ে। থেমে থাকেননি এ অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের প্রেমের বিষয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, আমার জীবনে বহু মানুষ এসেছে (হাসি)। পুরুষে ভরা জীবন আমার। পুরুষ ছাড়া জীবন বিরক্তিকর। তবে কথা হচ্ছে, লোকে আমার কাজ নিয়ে আলোচনা করে কম, সম্পর্ক নিয়ে করে বেশি।
এছাড়া, যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন #মিটু নিয়েও কথা বলেছেন তিনি। তিনি বলেন, বলিউডের চেয়ে টালিউড অনেক ছোট ইন্ডাস্ট্রি। এখানে পরিচালক, প্রযোজক আছেনই হাতে গোনা কয়েকজন। এখন #মিটু নিয়ে কথা বলতে হলে তো তাদের কারো নামই বলতে হবে? তখন কী করব?
তিনি আরো বলেন, এখানে নাম বললে আর চাকরি হবে না, তারা কোনো কাজে নিবে না। বসে থাকতে হবে। যার নাম বলবেন, সে আপনাকে আর কাজে নেবে না। অন্যরাও নেবে না। এখানে যারা ক্যারিয়ার গড়তে চায়, তারা চেপে যায়। সম্পর্কটা হয়ে যায় দেয়া-নেয়ার। একবার যদি মুখ বুজে সুবিধা নিতে শুরু করেন, তাহলে আর #মিটু বলে চেঁচানোর সুযোগ থাকে না।