কালিগঞ্জের পল্লীতে আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ
কালিগঞ্জের পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে আদালতের নির্দেশ অমান্য করে দখলীয় সম্পত্তিতে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার বসন্তপুর গ্রামের সামছুল আরেফিন গংদের সাথে একই গ্রামের আব্দুর নূর গংয়ের বসত বাড়ির পূর্ব পাশের ১ একর ৩২ শতক ভোগ দখলীয় সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়ে সামছুল আরেফিন সাতক্ষীরা বিজ্ঞ আদালতে অভিযোগের প্রেক্ষিতে একটি পিটিশন মামলা হয়। আদালত ৮ই নভেম্বর ২০১৮ উভয় পক্ষের শুনানী শেষে কালিগঞ্জ সহকারী জজ আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের রায় অমান্য করে বিবাদী পক্ষ গত ২৫ নভেম্বর ২০১৮ সকাল ৮টায় বেআইনি জনতাবদ্ধ হয়ে দা, লাঠি, শাবল নিয়ে অবৈধ ভাবে ভোগদখলীয় সম্পত্তিতে প্রবেশ করে গাছ গাছালি কেটে জোর পূর্বক ঘর নির্মাণ শুরু করলে সামছুল আরেফিনের মা বাঁধা প্রদান করলে তাকে মারপিট করে জখম ও ক্ষয়ক্ষতি করে। এঘটনায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত আব্দুস সামাদ গাইনের ছেলে শামছুল আরেফিন (৩৮) বাদী হয়ে একই গ্রামের মৃত সুবাহান সরদারের ছেলে আব্দুর নূর (৪২), মৃত ওয়াজেদ আলী কারিকরের ছেলে মইনদ্দীন কারিকর (৪৫), আমজেদ মোড়লের ছেলে আলগীর মোড়ল (৩২) ও মৃত নূর আলী মোড়লের ছেলে আকবার মোড়ল (৪৬) বিরুদ্ধে গত ১ ডিসেম্বর শনিবার কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন মামলা নং ০১। কালিগঞ্জ থানা পুলিশ এঘটনায় এজাহার নামীয় আসামী আকবার আলী মোড়ল (৪৬) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এঘটনায় ভুক্তভোগী সামছুল আরেফিন ও তার পরিবারকে বিবাদী পক্ষ বিভিন্ন ক্ষতি সাধন কারার ভয়ভীতি দেখানোর ফলে তারা নিরাপত্তহীনতায় ভুগছে।