কলারোয়া থানা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেল পরিবার
কলারোয়া থানা পুলিশের আন্তরিক সহযোগিতায় হারিয়ে যাওয়া এক শিশুকে ফিরে পেল তার পরিবার । বুধবার কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে কলারোয়া থানা পুলিশ ওই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ জানান-গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই রাসেল রানা, এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের দক্ষিণপাড়া মোড় থেকে সাতক্ষীরার দেবহাটা থানার গোপাখালী-রহিমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মইনুদ্দিন (৯) কে উদ্ধার করেন। গত ১ডিসেম্বর তার মা হিরা খাতুনের সাথে সে নানা উপজেলার হঠাৎগঞ্জ গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নানের বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে পথ ভুলে বাড়ি হতে বের হয়ে হাটতে হাটতে সীমান্তে চলে যায় । পরে ওই স্থানের কিছু মানুষ থানা পুলিশকে বিষয়টি অবগতি করলে তাৎক্ষণিক ভাবে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ খোবর করে অবশেষে হারিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন । পরে তার মা-বাবাকে থানায় ডেকে এনে হারিয়ে যাওয়া শিশুকে তাদের হাতে তুলে দেন। এসময় মইনুদ্দিনের পিতা-মাতা থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদসহ ডিউটি অফিসার তরুণ কুমার অধিকারী ও সকল পুলিশ সদস্যকে ধন্যবাদের সাথে কৃতজ্ঞতা জানান।