আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশনে নিয়োগ প্রক্রিয়া সাময়িক স্থগিত
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এপি’র নিয়োগ কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। বুধবার সাতক্ষীরা এপিসি’র এপিসি ম্যানেজার মেথিল্ডা মেন্ডিস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কার্যক্রম সাময়িক স্থগিতের কথা জানান হয়।
কমিউনিটি ফ্যাসিলিটেটর, কমিউনিটি প্রমোটর, স্পন্সরশীপ ও চাইল্ড প্রটেকশন ফ্যাসিলিটেটর, আল্ট্রা পুওর গ্রাজুয়েশন ফ্যাসিলিটেটর, ভ্যালুচেইন ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদি পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া বিক্ষুব্ধ জনতা ও নিয়োগ বঞ্চিতরা মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। সাথে সাথে নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অবহিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।