প্রতিবন্ধীদের জন্য বিশেষ নীতিমালা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল হলেও, প্রতিবন্ধী ব্যক্তি, নৃগোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ নীতিমালা করা হবে।
সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৭ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২০ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলা না করে, তাদের সৃজনশীল শক্তিকে কাজে লাগিয়ে, সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে।
সব নতুন স্থাপনায় প্রতিবন্ধী ব্যাক্তিদের অবাধ চলাচলের ব্যবস্থা রাখার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের যারা দেখাশোনা করেন, তাদের যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থার জন্য কাজ করে যাচ্ছে সরকার।
Please follow and like us: