কলারোয়ায় ঢা.বি. ছাত্রলীগ নেতার পিতৃবিয়োগ
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি বেনজীর হেলালের পিতা এবং কলারোয়ার সীমান্তবর্তী বড়ালী প্রামের বিশিষ্ট সমাজসেবক শরিফার রহমান বিশ্বাস (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না ….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শরিফার রহমান বিশ্বাস সোমবার সন্ধ্যা ৭ টার দিকে বড়ালী গ্রামের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। মঙ্গলবার জানাযা নামাজ শেষে বেলা ১২ টার দিকে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মরহুমের জানাযাপূর্ব আলোচনা ও জানাযায় অংশ নেন মাওলানা কামরুল ইসলাম, মাওলানা গোলাম কবীর, বিআরডিবি’র সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরফ আলী, সাবেক ব্যাংক কর্মকর্তা নজির আহমেদ, গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, ইউপি সদস্য লিয়াকত হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ বিশ্বাস, তবিবর রহমান বিশ্বাস, ডা: রেজাউল করিম রেজা, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দিক বাবর, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি বেনজীর হেলাল, শাহাদাৎ হোসেন, আলহাজ্ব শাহিনুজ্জামান, মাস্টার বজলুর রহমান, মাস্টার আলমগীর আজাদ, মনিরুল ইসলাম, ইকবাল হোসেন প্রমুখ।