আশাশুনি শ্রীউলার বিভিন্ন স্থানে এমপি রুহুল হকের মতবিনিময়
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন মৎস্য সেট, অফিসে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
সাতক্ষীরা-৩ আসানে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত এমপি রুহুল হক সকালে শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় মৎস্য সেটে গমন করেন। একে একে মৎস্য সেটের সকল কাটা, ডিপো, আড়ৎ ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও আগত সকল ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের সাথে তিনি মতবিনিময় করেন। বাজারে ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের নিজস্ব কার্যালয়ে গমন করেন। পরে নাকতাড়া বাজারস্থ চেয়ারম্যান সাকিলের নেতৃত্বে স্থাপিত নির্বাচনী অফিস লাল ফিতা কেটে উদ্বোধন করেন।
এরপর মাড়িয়ালা মৎস্য সেট ও বাজারের সকল কাটা, আড়ৎ ও দোকানে গিয়ে সকলের সাথে মতবিনিময় করে ফেরার পথে সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদের নির্বাচনী অফিস উদ্বোধন শেষে নাকতাড়া বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। সবশেষে শ্রীউলা ইউপি চেয়ারম্যানের বাস ভবনে গিয়ে অপেক্ষমাণ নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও নির্বাচনী কৌশল নিয়ে কথা বলেন। ফেরার পথে সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদের বাস ভবনে যাত্রাবিরতি করেন।
এ সময় ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, চেয়ারম্যান আলমগীর আলম লিটন, চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, তারালী চেয়ারম্যান ছোট, সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ সরদার, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, এম্বাসেডার তৌশিকে কাউফু, সাংবাদিক অসীম চক্রবর্তী, ঢালী মোঃ সামছুল আলম, এস এম সাহেব আলি, দিপংকর বাছাড় দিপু, আবু হেনা বিল্টু, সাদ, আব্দুল্লাহেল বাকী বাচ্চু, আলা উদ্দিন লাকী, সিরাজুল ইসলাম, আলিম, মিজান, বিকাশ, মঞ্জুরুল, উজ্জল মাহমুদ, মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আঃ কাদের, সাইফুল ইসলাম বাবলু, মইনুল ইসলাম বুলু, রেজাউল, সঞ্জয় মিশ্র, জাহাঙ্গীর মোড়ল, মাষ্টার লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিনসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।