আশাশুনিতে মোবাইল কোর্টে বালু উত্তোলনকারীর জরিমানা
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে খোলপেটুয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে খোলপেটুয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনাকালে বউ দির ঘাট নামক স্থানে কার্গোয় ভলগেট (ড্রেজার) মেশিনের সাহায্যে অবৈধ বালু উত্তোলনকারীকে কার্গোসহ আটক করা হয়। কার্গো মালিক রাড়ুলি গ্রামের লুৎফর রহমান সরদারের ছেলে আতিয়ার রহমানকে বিজ্ঞ আদালতে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১(ক), ৪(ক) ও (ছ) ধারা লঙ্ঘনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এসআই আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
Please follow and like us: