হয় আমাকে ফের নিবি, না হয় টাকা দিবি ।। স্ত্রীর অত্যাচারে সংবাদ সম্মেলনে স্বামী
আমার শ্বশুর রসুলপুর আটপুকুর এলাকার আজিবর রহমান একজন ভুয়া কবিরাজ। তিনি তার ছেলে ওলিউর রহমান ও নাতি মশিউর রহমান মিঠুকে নিয়ে গড়ে তুলেছেন প্রতারক সিন্ডিকেট। এই সিন্ডিকেট নারীদের ব্যবহার করে যুবকদের প্রতারণার ফাঁদে ফেলছে । আমি নিজেও ওই সিন্ডিকেটের প্রতারণার শিকার।
সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা বলেন রসুলপুরের শাহজাহান গাজি।
তিনি বলেন ওই কবিরাজের মেয়ে সালমা জাহান কাকলির সাথে তার বিয়ে হয়েছিল ২০০৪ সালে। একটি ছেলেও আছে তাদের। কাকলি, তার বোন মের্শেদা জাহান পারুল, হাবিবা, পারভিন, হালিমা, আম্বিয়া, আসনাসহ অনেকেই ওই সিন্ডিকেটের সদস্য উল্লেখ করে শাহজাহান জানান তার স্ত্রী কাকলি দেবকুমার নামের একজনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এক সপ্তাহ পর তাকে ফেরত আনা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। এর কিছুদিন পর কাকলি পাবনা জেলার জনৈক নাজমুল হুসাইনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাবার পাঁচমাস পর নাজমুল তাকে রেখে বিদেশে চলে যায়। গত ২৪ নভেম্বর সালমা জাহান কাকলি ফিরে এসে শাহজাহানকে বলেন হয় আমাকে ফের নিবি, না হয় এক লাখ টাকা দিবি। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে কাকলি তার বাবা ও ভাইয়েরা শাহজাহানকে তাদের বাড়িতে নিয়ে বেধড়ক মারধর করে। গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যার চেষ্টা করে। মারপিটে অংশ নেয় আজিবর,ওলিউর রহমান খোকন,হাবিববুল্লাহ, জিয়াউর রহমান, নাতি মিঠু, জামাই রবিউল, রবিউলের ছেলে মোমিনসহ অনেকে। তাকে ঠেকাতে যেয়ে মার খান শাহজাহানের মা ও বোন।
শাহজাহান জানান তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতারকচক্র ও পরকীয়ায় আসক্ত স্ত্রী কাকলির হাত থেকে রক্ষা পেতে শাহজাহান সাতক্ষীরা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন।