ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে আওয়ামীলীগ নেতৃবৃন্দের মতবিনিময়
সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে আওয়ামীলীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ ডিসেম্বর) বিকালে সদরের ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগৈর সহ-সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, ডা. মুনছুর আহমেদ, রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় ও এমপি রবির প্রচেষ্টায় সদর উপজেলায় যে উন্নয়ন হয়েছে তা জনগণের মাঝে তুলে ধরলেই সাতক্ষীরা সদর আসনে নৌকার বিজয় নিশ্চিত। সাতক্ষীরা সদর আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ ও শক্তিশালী আওয়ামীলীগ সদর আসনে অবশ্যই বিপুল ভোটে আবারও জয়লাভ করবে। উন্নয়ন ও শান্তির জন্য নৌকার বিকল্প নেই বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।’
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, ভোমরা সিএন্ডএফ এজন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নাসিম, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাসান হাদী, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাগিন, সহ-সভাপতি নাসির উদ্দিন, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলিমুদ্দিন, ভোমরা ইউপি সদস্য আব্দুল গণি, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি আমির হামজা, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা শাখার সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমান আলিম, ইউপি সদস্য জালাল উদ্দিন, ওয়ার্ড সভাপতি কবির উদ্দিন, আবু ছালেক প্রমুখ। এসময় ভোমরা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।