কালিগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, ইউএস আইডি খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা এর সহযোগিতায় ও উপজেলা সমাজ সেবা কার্যালয় সহ প্রতিবন্ধী অন্যান্য সংগঠনের বাস্তবায়নে ৩ ডিসেম্বর রবিবার ২৭ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে উপজেলা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বাহির হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের চিকিৎসা সহায়তা চেক ও হুইল চেয়ার প্রদান করা হয়। সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানের সভাপতিত্বে ও নবযাত্রার লীনা হেলেনা গোমেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নবযাত্রা উপজেলার ফিল্ড অফিস ম্যানেজার আশীষ কুমার হালদার, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জালালুর রহমান, সহকারী শিক্ষক আশিষ ইকবাল, উপজেলা প্রতিবন্ধী পুনর্বাসন প্রতিবন্ধী সমিতির সভাপতি আব্দুল খালেক, ডেরার প্রোগাম অফিসার দিবাশীষ ঘোষ, অগ্রগতি সংস্থার আবু আলম, সুবর্ণ নাগরিক সংস্থার ফারহাদ হোসেন, এবং স্মারকলিপি পাঠ করেন সালমা সুলতানা। অনুষ্ঠানে ৩জন প্রতিবন্ধীকে চিকিৎসা সহায়তা বাবদ প্রত্যেকে ৫০ হাজার টাকা করে দেড় লক্ষ্য টাকা, ১জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ২জন কে লাঠি প্রদান করা হয়। বক্তারা বলেন বর্তমান সরকার প্রতিবন্ধীদের সার্বিক ভাবে সহযোগিতা করে আসছে। বিশেষ করে প্রতিবন্ধীদের মাসিক ভাতা বৃদ্ধি, অসুস্থ প্রতিবন্ধীদের চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ অন্যান্য সহযোগিতা করে আসছে। জাতি সংঘ ঘোষিত ১৯৯২ সাল থেকে বিশ্ব ব্যাপী আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হচ্ছে।