আশাশুনিতে মুক্তিযোদ্ধার ছবি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বীর মুক্তিযোদ্ধার ছবি নিয়ে ষড়যন্ত্র ও ফায়দা লোটার হীন চক্রান্তের প্রতিবাদে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতাপনগর ইউনিয়নের মৃত মোমিন উদ্দিন গাজীর ছেলে বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন গাজী জানান, তিনি স্বাধীনতা যুদ্ধের একজন ভারতীয় ট্রেনিংপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। দীর্ঘ ২২ বছর তিনি প্রতাপনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য নিবেদিত প্রাণ হিসেবে শুধু দেশকে স্বাধীন করা কালীন সময় নয় বরং সাথে সাথে জাতির জনকের হাতে গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা উত্তোলন করে ছিলেন এবং বর্তমানে সেই আদর্শ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছেন এবং আমরণ সেই দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ। কিন্তু পরিতাপের বিষয় স্বাধীনতা বিরোধী শক্তির সাথে যোগাযোগের ধোয়া তুলে তাকে হেনস্তা করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। তারই জের ধরে গত ২৮ নভেম্বর তিনি ব্যক্তিগত কাজে ডিসি অফিসে গেলে তার সম্পূর্ণ অজ্ঞাতসারে জামাতে ইসলামী দলের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়ার সময় তাকে উৎসুক দৃষ্টি সম্বলিত ছবি উঠানো হয়। ব্যক্তিগতভাবে তিনি হার্ট বাই পাসের রোগী। দৃষ্টিশক্তিও হীনপ্রায়। নিয়মিত বহু ঔষধ সেবনের কারণে মাঝে মাঝে কিছুটা মস্তিষ্ক অবসন্ন হওয়ার কারণে তিনি তাৎক্ষণিক ভাবে বুঝতে পারেননা, এমন পরিস্থিতিতে রয়েছেন। তবে এটা স্পষ্ট যে, তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার ছবি উদ্দেশ্যমূলক ভাবে ব্যবহার করতে চেয়েছে। তিনি উক্ত অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি বাকি জীবনে একজন মুক্তিযোদ্ধা ও দেশের ত্বরে জীবনবাজি রাখা সৈনিক হিসেবে গর্বিত ভাবে মৃত বরণ করতে চান। এসময় ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপদি নূরে আজম ছিদ্দিকী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জিয়াউর রহমান পিন্টু ও তার কন্যা আছমা নুরী উপস্থিত ছিলেন।